কারাগারে অসুস্থ সিলেট জেলা বিএনপি নেতা হাবিব ওসমানীতে ভর্তি

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

কারাগারে অসুস্থ সিলেট জেলা বিএনপি নেতা হাবিব ওসমানীতে ভর্তি

সয্যাপাশে মেয়র আরিফুল হক চৌধূরী

নিজাম ইউ জায়গীরদার : সিলেট কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে হাবিবুর রহমান হাবিবকে পুলিশি পাহারায় ওসমানীতে আনা হয়।

তাকে হাসপাতালে ৪ তলা ১ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকরা জানান, হাবিবুর রহমান হাবিব বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে নিম্ন রক্তচাপের কারণে তাকে হাসপাতালে আনা হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর একটি মামলায় আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

এদিকে সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অসুস্থ হাবিবুর রহমান হাবিবকে দেখতে হাসপাতালে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, কেন্দ্রীয় বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী প্রমুখ। গতকাল মঙ্গলবার হাসপাতালে গিয়ে শীর্ষ নেতৃবৃন্দ হাবিবের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট