ফরমায়েশি রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

ফরমায়েশি রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

গ্রেনেড হামলার রায় প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামন হতে একটি র‌্যালি বের হয়ে কামার খাল ব্রিজের সামনে  পুলিশি বাঁধার মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে ,বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক হুইফ অ্যাড. ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, জেপি আব্দুল লতিফ, আকবর আলী, আতম মিসবাহ, রেজাউল হক, আব্দুল মোতালেব খান, আনছার উদ্দিন, আনিসুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, যগ্ম সম্পাদক মোনাজির হোসেন সুজন, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ডবএনপি নেতা ফুল মিয়া, জেলা যুব দলের সহ সভাপতি তোফাজ্জল হক, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ কয়েস, সাংগঠনিক কামরুল ইসলাম রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন , পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট