৬৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উন্নয়নের সড়কে উঠেছে : আশফাক আহমদ

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন ৬৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উন্নয়নের সড়কে উঠেছে এ ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। যাতে নতুন প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে উঠে। তারপরও কেন জানি আমাদের সন্তানরা বিপথগামী হচ্ছে। কেউ মাধকাশক্ত হচ্ছে আবার কেউবা জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। এ থেকে ছেলে-মেয়েদেরকে বাচাতে হলে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং তাদেরকে স্বার্বক্ষণিক পর্যবেক্ষনে রাখতে হবে।

তিনি শনিবার বাদ যোহর মইয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নতুন একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সভায় এসব কথা বলেন।

বিদ্যালয়েল প্রধান শিক্ষক আকবর হোসেন রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী বিজিত চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর জগদীস দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, শাহ খুররম কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সোনাতলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা মোজাহিদ উদ্দিন, বিশিস্ট মুরব্বি মকবুল হোসেন মখল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, টুকের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল হক, আওয়ামী লীগ নেতা জুয়েল আহমদ, ফজলুল করিম ফুল মিয়া, টুকের বাজর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, মাস্টার আব্দুশ শুকুর, জুনেদ খোরাসানী, ডাঃ কুতুব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, সমাজ সেবী আবুল হাসনাত, হাজী আলা উদ্দিন, মইয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশিদ আলী, ঠিকাদার প্রতিষ্ঠানের আফতাব হোসেন আফজল, সাংবাদিক ইকবাল মাহমুদ, নূর আহমদ, এম রহমান ফারুক, নয়া খুররমখলা জামে মসজিদের মোতাওয়াল­ী শায়েস্তা মিয়া, মুরব্বি মাসুক মিয়া, মকবুল আলী মেম্বার, মনির মেম্বার, তরিক উল­াহ মেম্বার, হাজী মনু মিয়া, আছির আলী, আরমান মিয়া, আব্দুল মছব্বির, আনোয়ার মিয়া, ফজলু মিয়া, বশির মিয়া, আবু বক্কর, নূর আহমদ প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট