জকিগঞ্জে ভারতীয় জেনোসিডিলসহ আটক ২

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

সিলেটে ভারতীয় জেনোসিডিলসহ সালাহ উদ্দিন সোহেল (২৮) ও শাহিন আহ্মেদ (২৩) নামে দুই যুবকে আটক করেছে বিজিবি।

সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টায় জকিগঞ্জ উপজেলার লক্ষ্মীবাজার ফাঁড়ির বিজিবি সদস্যরা পীর নগর এলাকা থেকে তাকে আটক করে।

এসময় তাদের বহণকারী সিএনজি অটোরিকশা তল্লাশি করে লোজ বোতলে ১লিটার ও ২৫ বোতল ভারতীয় জেনোসিডিল উদ্ধার করা হয়। জব্ধ করা হয় সিএনজি চালিত অটোরিকশাটি।

বিজিবি সূত্র জানায়, ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জকিগঞ্জ লক্ষ্মীবাজার বিওপির হাবিলদার তাজুল ইসলামের নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেনোসিডিলসহ যুবকদের আটক করেন।

আটক সোহেল জকিগঞ্জ উপজেলার কেছরি গ্রামের আতিকুর রহমান আতাই মিয়ার ছেলে এবং মো. শাহিন আহ্মেদ একই উপজেলার এলেনজুরী গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে।

সিএনজি অটোরিকশসহ আটককৃতদের কাছ থেকে ৫ লাখ ২০ হাজার ৫২৩ টাকার মালামাল জব্ধ করা হয়।

বিজিবি ৪১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট