অবশেষে মারা গেলো সেই হাতিটি

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

Manual6 Ad Code

জামালাপুর: বানভাসি হয়ে বাংলাদেশে ভেসে আসা ভারতের সেই বন্যহাতিটি মারা গেল। কিছুদিন আগে যার নাম দেয়া হয়েছিল ‘বঙ্গবাহাদুর’। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে হাতটি মারা যায়।

হাতিটিকে সুস্থ করে ভারতে পাঠানোর চেষ্টা করছিল বন অধিদপ্তর।

Manual3 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে ট্রাংকুলাইজার বন্দুক থেকে ডার্ট ছুড়ে হাতিটিকে অচেতন করা হয়। এরপর জনতা হাতিটিকে টেনে ডাঙায় তোলেন।

Manual2 Ad Code

ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে হাতিটি ভেসে আসে। গত ২৮ জুন বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি সরিষাবাড়ি উপজেলায় আসে। তখন থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চলছিল।

উদ্ধার করার পর অজ্ঞান হয়ে পড়ে থাকায় ভেটেরিনারি সার্জন সাড়ে ৫ লিটার স্যালাইনসহ ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code