ফিলিপাইনের কারাগারে বিস্ফোরণ, ১০ বন্দি নিহত

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

ম্যানিলার উপকণ্ঠে একটি শহরে অবস্থিত এক কারাগারে ১০ বন্দি নিহত হয়েছেন। কারাগার ভেঙ্গে পালানো ও এক কারারক্ষীকে অপহরণের চেষ্টাকালে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছেন।

জাতীয় জেল সার্ভিসের মুখপাত্র সিনিয়র ইন্সপেক্টর জেভিয়ার সোল্ডা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারানেক শহরের ওই জেলখানায় একটি বিস্ফোরণে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় কারারক্ষীর অফিসে বন্দিদের সাথে তার বৈঠক চলছিল। এতে বন্দিরা নিহত ও ওই কারারক্ষী আহত হন। বন্দিদের মধ্যে দুই চীনা নাগরিক ছিলেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতেরতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বিস্ফোরণের এ ঘটনাটি ঘটল।

তার এই ঘোষণার পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক শ’ সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের হত্যা ও আরো কয়েক হাজারকে গ্রেফতার করে। এর ফলে জেলখানাগুলোতে ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি বন্দি রাখতে হচ্ছে।

সোল্ডা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে এটি একটি গ্রেনেড বিস্ফোরণের ঘটনা। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি সম্ভাব্য জেলভেঙ্গে পলায়ন ও জিম্মি করার ঘটনা।’

সোল্ডা বলেন, যারা মারা গেছে তারা কুখ্যাত বন্দি। এদের মধ্যে দু’জন চীনা নাগরিক রয়েছে। অবৈধ মাদক পাচারের দায়ে চীনা নাগরিকদের সাজা দেয়া হয়। অন্যান্যরা ডাকাতির দায়ে সাজা কাটছিল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট