চেতনা ফেরার পর উঠে দাঁড়িয়েছে হাতিটি

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বুনো হাতিটির চেতনা ফিরেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামে একটি আমগাছে শেকল দিয়ে বাঁধা হাতিটি এখন শঙ্কামুক্ত, দাঁড়াতে পারছে।

জানা গেছে, হাতিটিকে দুই-তিন দিনের মধ্যে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

ঢাকার বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৮ জুন ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে হাতিটি। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। হাতি উদ্ধার নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার ছিল টান টান উত্তেজনা। চেতনানাশক ছোড়ার পর হাতিটির জলাশয়ে পড়ে যাওয়া, জনতার তৎপরতায় সেখান থেকে উদ্ধার পাওয়া—এসব ঘটনা নিয়ে ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।