খালেদার সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

বিএনপি চেয়ারপারসনেবেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশে আসার পর খালেদা জিয়ার সঙ্গে হর্ষ বর্ধনের এটাই প্রথম বৈঠক।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টায় তাদের এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের জায়গায় গত ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশে আসেন। দায়িত্ব নেয়ার পর এতদিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হয়নি শ্রিংলার।  গত ১৪ জুন কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার আয়োজিত ইফতারেও অংশ নেননি ভারতীয় হাইকমিশনার। ৭ জুলাই ঈদুল ফিতরের দিনে কূটনীতিক, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও যাননি ভারতীয় এই কূটনীতিক।