জালালাবাদ ইউনিয়নের নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদগুলোর কর্মকান্ড যত শক্তিশালী হবে, দেশ উন্নয়নের দিকে তত অগ্রসর হবে। গ্রামের মানুষগুলো অত্যন্ত সহজ সরল। তাদের এমন কোন চাহিদা থাকে না। রাস্তাঘাট, ব্রীজ, কালবার্ট সহ যে সমস্ত উন্নয়নগুলো অতি জরুরী সেগুলোর দিকে নতুন জনপ্রতিনিধিদের গুরুত্ব দিতে হবে। গতকাল ৭ই আগস্ট উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিতদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহিত আলম শফিকের সভাপতিত্বে ইউ/পি সচিব কামরুল ইসলাম ও আব্দুল মন্নানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার কোহিনুর বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছদ্দর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিক মিয়া মেম্বার, মন্তকা আহমদ মেম্বার, কমর আলী মেম্বার, মুরব্বি এমদাদ আলী, সরদার খান, বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, লনি কান্ত বাবু, আব্দুর রহিম, সাব্বির আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, মোনাজাত পরিচালনা করেন কুড়ির গাঁও জামে মসজিদের ইমাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট