বাফলা চ্যারিটি’র জন্য দুই বীর সেনা পেলেন সম্মাননা : মেয়র আরিফ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৭

বাফলা চ্যারিটি’র জন্য দুই বীর সেনা পেলেন সম্মাননা : মেয়র আরিফ

‘‘ দেশের বীর সন্তানদের যদি আমরা মুল্যায়ন না করি তাহলে অন্যায় করা হবে,যাদের জন্য আমরা লাল সবুজের পতাকা ও স্বাধীনতা পেয়েছি,তাদের অবশ্যই শ্রদ্ধা ও সম্মান করতে হবে। আজকে এই বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা চ্যারিটি) অনেক দুর থেকে এসে বীর সন্তানদের যে সম্মাননা দেখিয়েছে। সে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা চ্যারিটি)’র পাবলিক রিলেশন অফিসার আব্দুস সামাদকে। কারণ,তাঁর অক্লান্ত পরিশ্রমের কারণেই এ দুই বীর সন্তান স্বাভলম্বী হয়েছেন’’ বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা চ্যারিটি)’র পাবলিক রিলেশন অফিসার,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট এলএ,বাংলা টাইমস্ এর সিইও,জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোনিয়ার প্রেস সেক্রেটারি ও পোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুস সামাদের সভাপতিত্বে ও সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথির পরিচালনায় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা চ্যারিটি) এর উদ্যোগে ২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা,ঘর নিমার্ণ বাবদ অনুদান ও সিএনজি চালিত ইজি বাইক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। শনিবার দুপুরে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লসএঞ্জেলেস (বাফলা চ্যারিটি) এর উদ্যোগে ২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা,ঘর নিমার্ণ বাবদ অনুদান আড়াই লক্ষ টাকার চেক ও সিএনজি চালিত ইজি বাইক প্রদান করা হয়। দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের ঘোপশহর জালালাবাদ দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে গাড়ির চাবি ও অনুদানের চেক প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মখন মিয়া,১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী,২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রকিব তুহিন,দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শাহ্ মোহাম্মদ হারুনুর রশিদ,সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদ রনি,সাংবাদিক তাজুল ইসলাম বাঙ্গালী, জালালাবাদ দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেদুল ইসলাম কুহিনুর,এলাকার বিশিষ্ঠ মুরব্বী হাজী মোঃ মঈন উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আমির উদ্দিন,আব্দুল জলিল,সোনা মিয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফজ্জল ইসলাম,সহকারি শিক্ষক একরাম খান,হালিমা বেগম,চম্পা রাণী দাশ, আব্দুল আহাদ,মুরব্বী মোঃ শামীম আহমদ,মুসলিম খান,দেওয়ান নিজাম খান,রুমন আহমদ,কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক,সাংগঠনিক কমান্ডার নুরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল হক। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট