রাজধানীতে ঘরের ভেতরে মা ও ৩ সন্তানের লাশ

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ৯, ২০১৭

রাজধানীতে ঘরের ভেতরে মা ও ৩ সন্তানের লাশ
রাজধানীর তরাগ থানার কামারপাড়ায় ঘরের ভেতরে তিন সন্তানসহ এক নারীর লাশ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ওই মায়ের লাশটি ঘরে ঝুলছিল, গলায় ফাঁস লাগানো অবস্থায় তিন ছেলে-মেয়ের দেহ পড়েছিল মেঝেতে।

তুরাগ থানাধীন কামারপাড়ার কালিয়ারটেক এলাকার টিনশেড একটি বাসা থেকে শুক্রবার ভোররাতে লাশ চারটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মা রেহেনা পারভীন (৪০), তিন সন্তান শান্তা (১৩), শেফা (৮) ও সাদ (১)।

তুরাগ থানার ওসি মাহবুবে খোদা জানান, তারা খবর পেয়ে রাত ২টার দিকে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দেখে বলেন, তারা আগেই মারা গেছেন।

প্রতিবেশীরা ওই ঘরে ঢুকে রেহেনাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখে নামিয়ে এনেছিল বলে ওসি জানান।

তিনি বলেন, পুলিশ গিয়ে চারজনকেই মেঝেতে পেয়েছিল।

রেহেনার স্বামী মোস্তফা কামাল বাসার কাছেই একটি সমিতির অফিসে ছিলেন। সেখান থেকে রাতে ফিরে স্ত্রী ও সন্তানের এই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে সবাই ছুটে আসে বলে প্রতিবেশীরা জানান।

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, তিন সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে। তবে এ পেছনে অন্য কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

কী কারণে এই ঘটনা ঘটল, পারিবারিক কোনো অশান্তির খবর পেয়েছেন কি না- জানতে চাইলে ওসি বলেন, “এখনও আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করতে পারিনি। সবই হাসপাতালে লাশগুলো নিয়ে ব্যস্ত।”

নিহতদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।