চা উৎপাদন মৌসুমে রেকর্ড চা উৎপাদনের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। চা বিশেষজ্ঞরা বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার চা শিল্পের ১৬২ বছরের ইতিহাসে সর্বোচ্চ চা উৎপাদন হবে।
চা বিশেষজ্ঞদের মতে, এছর দেশে ৭০ মিলিয়ন কেজি চা উৎপাদন হবে। যা সর্বকালের সর্ব রেকর্ডকে ছাড়িয়ে যাবে।
মহা ব্যবস্থাপক মো: শাহজাহান আকন্দ আরো বলেন, চলতি চা উৎপাদন মৌসুমের পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে ৭০ মিলিয়ন কেজি চা উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এ উৎপাদনের মধ্য দিয়ে দেশের চা শিল্পের ১৬২ বছরে ইতিহাসে সর্ব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়বে বলে মনে করছে বাংলাদেশ চা বোর্ড।
চা বোর্ড সূত্র জানায়, ব্লাক টি, গ্রীণ টি, সিলভার টি এর পর সম্প্রতি মহা ব্যবস্থাপক মো: শাহজাহান আকন্দ একটি নতুন জাতের চা উৎপাদন উদ্ভাবন করেছেন। যার ব্র্যান্ডিং নাম হচ্ছে সাতকড়া চা।
সিলেটের ঐতিহ্যবাহী সাতকড়া ও চায়ের সংমিশ্রণের মাধ্যমে সুগন্ধি ও সুস্বাদু এই চা উদ্ভাবন করেন তিনি। খুব শিগগিরই এই চা প্যাকেটজাত করে বাজারজাত করা হবে। যার বাজার মূল্য হবে প্রতি কেজি প্রায় ১৫০০ টাকা।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি বলেছেন, সাতকড়া চা লন্ডনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।