জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে : মুহিবুর রহমান মানিক

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

Manual1 Ad Code

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবার কে  হত্যা করা হয়েছিল। এ মাসেই গ্রেনেড হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। দেশের উন্নয়ন রুখতে জঙ্গিদের দোসররা একই কায়দা বার বার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও রক্তপাত ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে দলমত নির্বিশেষে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। তৃণমুল পর্যায়ে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে’।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিকের সঞ্চালনায় এক মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপরোক্ত কথা বলেছেন।
মানববন্ধন কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়পার্টি নেতা রেনুমিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, জেলা বিএনপি নেতা ও সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা আ’লীগ নেতা ও লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, সুরমা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, নরসিংপুর ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোহালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code