ব্যবসায়ী রুহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহপরান গেইটে মানববন্ধন

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৭

ব্যবসায়ী রুহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহপরান গেইটে মানববন্ধন

৮ মে ২০১৭, সোমবার ।। শাহপরান গেইট এলাকার ব্যবসায়ীদের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই মিলছে না। শাহপরান গেইট এলাকায় চাঁদাবাজদের উপদ্রব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

 গত ৩ মে রাতে অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক রুহেল এন্ড ব্রাদার্সের কর্ণধার রুহেল আহমদের উপর হামলার প্রতিবাদে সকাল ১১টায় শাহপরান গেইট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় মানববন্ধন করেছে।

গত ৩ মে রাত ১০ টায় দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় শাহপরান গেইট পশ্চিম বাজারের ব্যবসায়ী রুহেল আহমদের উপর ।

শাহপরান গেইট পশ্চিম বাজারের ব্যাবসায়ী রুহেল আহমদের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ব্যবসায়ী রুহেল আহমদের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং শাহপরান গেইট এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার জোর দাবি জানান।

 শাহপরান গেইট এলাকায় পুলিশী টহল জোরদার, কমিউনিটি পুলিশের কার্যক্রম সক্রিয় করা এবং ব্যবসায়ীদের উদ্যোগে এলাকায় সিসি ক্যামেরা বসানোর আহবান জানান।

ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী জামরান আহমদের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ কবির উদ্দিন লিটন, ব্যবসায়ী সামছুল ইসলাম, এনাম হোসেন, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোঃ সেবুল, মকবুল হোসেন প্রমুখ ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট