মালয়েশিয়ায় এক বাড়িতে মিলল ২ বাংলাদেশির মরদেহ

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

মালয়েশিয়ায় এক বাড়িতে মিলল ২ বাংলাদেশির মরদেহ

Manual2 Ad Code

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে একটি বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট ঘরে ফিরে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। তারা নির্মাণ খাতে কাজ করতেন বলে জানা গেছে।

Manual2 Ad Code

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়া হয়ে থাকতে পারে। বাংলাদেশি দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Manual7 Ad Code

জুহাইলি নামে একজন স্থানীয় নাগরিক জানিয়েছেন, তিনি বাড়িতে প্রবেশ করে দেখেন রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজনকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়া অবস্থায় দেখতে পান। অন্যজন সম্ভবত ঘরের ভেতর ফাঁস দিয়েছেন, তবে তখন ঘরের দরজা বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

জুহাইলি আরও জানান, মৃত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন এবং কাছেই একটি নির্মাণ সাইটে কাজ করতেন। প্রতিবেশীর সঙ্গে তাদের খুব একটা ঘনিষ্ঠতা না থাকলেও দেখা হলে তারা নিয়মিত শুভেচ্ছা জানাতেন। নিহত দুই জনের মধ্যে ছোট জনের ইন্দোনেশিয়ান স্ত্রী ছিলেন বলে জানা গেছে। ছোট জন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শোনা গিয়েছিল। প্রায়ই শোনা যেত যে তার স্ত্রী তাকে কাজ করা নিয়ে বকাঝকা করতেন।

জুহাইলি মনে করেন, সম্ভবত সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code