ট্রাম্পের বিতর্কিত নীতি আমাদের পরিবারে খুব ঘনিষ্ঠভাবে আঘাত করেছে : বেল্লা হাদিদ

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০১৭

ট্রাম্পের বিতর্কিত নীতি আমাদের পরিবারে খুব ঘনিষ্ঠভাবে আঘাত করেছে : বেল্লা হাদিদ

ওয়াশিংটন : একজন মুসলিম হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন মার্কিন ফ্যাশন মডেল বেল্লা হাদিদ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, তার বির্তকিত সব নীতি আমাদের পরিবারে খুব ঘনিষ্টভাবে আঘাত করেছে।

২০ বছর বয়সী এই মডেল ‘পোর্টার’ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি জানান, তার বাবা মোহাম্মদ হাদিদ ইসরাইলে জন্মগ্রহণ করেন। পরে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। অভিবাসী হওয়ার আগে তিনি সিরিয়া ও লেবাননে বসবাস করেন।

তার দেশ আমেরিকায় চলমান অভিবাসী ও মুসলিম বিরোধী তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন হাদিদ।

তিনি বলেন, ‘আমার বাবা প্রথম যখন আমেরিকা এসেছিলেন তখন তিনি একজন শরণার্থী ছিলেন। তাই অভিবাসী ও মুসলিম বিরোধিতায় আমাদের পরিবার খুবই উদ্বিগ্ন।’

হাদিদ বলেন, ‘আমার বাবা সবসময়ই অত্যন্ত ধর্মপরায়ন মানুষ। তিনি সবসময় আমাদের জন্য প্রার্থণা করেন। একজন মুসলিম হতে পেরে আমি গর্বিত।’

গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলে এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাদিদ ও তার বোন গিগি। সেসময় তাদের সেই ছবি মিডিয়ায় প্রকাশ পায়।

‘ভিক্টোরিয়া’স সিক্রেট অ্যাঞ্জেল’ খ্যাত এই মডেল বলেন, ‘উদারতা ও সম্মান’ পাওয়ার অধিকার সকল মানুষের রয়েছে।’

হাদিদ বলেন, ‘যারা মানুষের প্রতি উদারতা দেখায় না এমন লোকদেরকে সঙ্গে আমাদের থাকা উচিত নয়। এসব বর্ণবাদীরা মানুষের প্রাপ্ত সম্মান দিতে চায় না।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত অভিবাসীদের অন্যতম মেলানিয়া ট্রাম্পকে উপহাস করার জন্য ২০১৬ সালের নভেম্বরে হাদিদ সংবাদের শিরোনাম হয়েছিলেন।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট