নগরীর আম্বরখানায় সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ইফতার বিতরণ

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

নগরীর আম্বরখানায় সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ইফতার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিএনপি চেযারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৫ মার্চ) নগরীর আম্বরখানা এলাকায় এই ইফতার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ী দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। গতানুগতিক রাজনীতির পরিবর্তে জনকল্যাণমুখী ও জনবান্ধব রাজনীতির সূচনা করবেন তিনি।

সাদিক বলেন, রাজনীতি, সরকার পরিচালনা, অর্থনীতি ও সংসদীয় কার্যক্রমকে যুগোপোযোগী করার জন্য তারেক রহমান ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।
এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ।


সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি শোয়েব আহমদ উপরোক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট