ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা

শাহ মনসুর আলী নোমান, যুক্তরাজ্য থেকে


ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইংল্যান্ডের রাজধানী লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত পূর্ব লন্ডনের ‘পিউর চাই’ এর কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইকরা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানের প্রথম পর্বে রিপোর্টার্স ইউনিটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সত্যবাণীর রিপোর্টার আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ- সভাপতি সত্যবাণীর ক্রীড়া প্রতিবেদক জামাল খান, সহ- সভাপতি বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক সাহেদা রহমান, সহ- সভাপতি ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদ, এসিসটেন্ট সেক্রেটারী ইউকেবাংলা গার্ডিয়ানের এসিসটেন্ট এডিটর এসকেএম আশরাফুল হুদা, ট্রেজারার দৈনিক ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি আজিজুল আম্বিয়া, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী ভয়েস অব টাওয়ার হ্যামলেটস এর সম্পাদক মুহাম্মদ সুয়েজ, ইভেন্ট ম্যানেজম্যান্ট সেক্রেটারী ইমরান মাহমুদ, রেডটাইমস এর আসমা মতিন ও ইমদাদুন খান, সাংবাদিক শাকিল আহমদ সোহাগ ও ইউকে বিডি টিভির আব্দুল মমিন প্রমুখ।

দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ গ্রহণ করেন সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, গবেষক ও সাংবাদিক মতিয়ার চৌধুরী। কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, ইমদাদুন খান ও আসমা মতিন।

বক্তারা আগামী প্রজন্মের জন্য একটি সুখী, সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের সাহিত্য- সংস্কৃতি, ইতিহাস ও বাংলা ভাষার হাজার বছরের ঐতিহ্য বিশ্বে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলা ভাষাভাষি শিশু-কিশোরদের মধ্যে বাংলা ভাষা চর্চা ও অনুশীলন অব্যাহত রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে আহবান জানানো হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট