সিলেটে ট্রাকবোঝাই ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সিলেটে ট্রাকবোঝাই ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১

সিলেটে ট্রাক থেকে ৩০১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এঘটনায় মো. শিপন গাজী (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শাহপরাণ থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশ থেকে চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শিপন গাজী (১৯) ঢাকার আশুলিয়া থানার গাজীরচর মধ্যপাড়ার মো.গুলজার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে শাহপরাণ (রহ) থানার অফিসার ইনচার্জ মো.মনির হোসেনের তদারকিতে এসআই (নিঃ) মো.সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সেসহ অভিযান পরিচালনা করে দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে ভারতীয় চিনি ভর্তি ট্রাক (রেজিঃ নং-চট্ট-মেট্টে-ট-১১-৯৮৯২) জব্দ করা হয়। তখন ট্রাকের ড্রাইভার দৌড়ে পালিয়ে গেলেও ট্রাকের হেলপারকে গ্রেপ্তার করা হয়।

এসময় ট্রাকে তল্লাশি করে বালুর নিচ থেকে ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার ১৭ লাখ ৬৯ হাজার ৮৮০ টাকা।

গ্রেপ্তারকৃত মো.শিপন গাজীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার আশুলিয়া থানার ট্রাক চালক মো. রিয়াজ (২৮) ও মালামালের মালিক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।

এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে শিপনকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট