যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

যশোর : যশোর উপশহরের একটি বাড়ি থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে তারা।

এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন নিহত চীনা নাগরিকের দোভাষী ও ব্যক্তিগত সহকারী নাজমুল হাসান পারভেজ ও তার ভাতিজা মুক্তাদির চৌধুরী রাজু।

যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই শাহাবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত এই চীনা নাগরিকের নাম চেং হি সাং (৪২)। তিনি চীনের একটি ব্যাটারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে ওই চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে বর্তমানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলেও জানান এসআই শাহাবুল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট