রংপুরে বাস-মাহেন্দ্রার সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

রংপুরে বাস-মাহেন্দ্রার সংঘর্ষ, নিহত ৩

Manual7 Ad Code

রংপুরে বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual8 Ad Code

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার তিন যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

Manual3 Ad Code

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মহেন্দ্রাকে চাপা মেরে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জনসাধারণ, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়। বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে।


 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code