সুরমা বয়েজ ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

সুরমা বয়েজ ক্লাবের শীতবস্ত্র বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নগরীর ৫ নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলবাখানী রোকেয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম শিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতে হতদরিদ্ররা অনেক কষ্টে আছেন। তাদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসতে হবে। সুরমা বয়েজ ক্লাব প্রতি বছরের মতো এবারও শীতের শুরু থেকেই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। এই ক্লাবের মতো অন্যান্য ক্লাবকেও তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আবদুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট