ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাজাসহ যুবক আটক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাজাসহ যুবক আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র‌্যাব-৯।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন পুনিয়াউট রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরেকটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন রানিয়ারা বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮.১ কেজি গাঁজাসহ মো. রুহুল আমীন (২৮) নামে একজনকে আটক করে।

আটক রুহুল আমীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট