৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
মাহবুব আহমদ শাওন ::::: সময়টি ছিলো ফ্যাসিস্ট হাসিনার শাসনামল। একটানা ১৫ বছরের অধিক সময় কাল। সেই সময়ে পুরো দেশজুড়ে আওয়ামী লীগের নির্মমতা আর নিষ্টুরতা ছিলো চলমান। বিএনপি,যুবদল, ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর চলছিলো পুলিশী নির্যাতনের স্টিমরোলার।
মা বাবা স্ত্রী সন্তান ছেড়ে গ্রেফতার আতংকে অনেকেই ছিলেন বাড়ি ছাড়া। রাজপথে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে কত মায়ের বুক খালি হয়েছে, তা সবারই জানা। সিলেটের রাজপথে পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে এগিয়ে যাওয়া যে কয়জন জিয়ার সৈনিক ছিলেন, তাদের মধ্যে অন্যতম এবং সাহসি ব্যক্তিত্ব দক্ষিণ সুরমা তথা সিলেটের অহংকার ত্যাগি নেতা মকসুদ ভাই।
বার বার কারাবরণ আর পুলিশের লাঠির আঘাত ছিলো যার নিত্য সঙ্গী। যে মানুষটিকে আওয়ামী পুলিশ লীগ বরাবরই টার্গেট করতো, যে মানুষটি দেশ ও দলের স্বার্থে উত্তরাধীকারী সূত্রে প্রাপ্ত পৈত্রিক ভু-সম্পত্তি বিক্রি করে দলের নেতাকর্মীদের পরিবারে বিলিয়ে দিয়েছেন, যে মানুষটি কর্মী সৃষ্টি থেকে শুরু করে অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন, তিনিই একজন মকসুদ ভাই।
যার হাত ধরে রাজনীতিতে আমার আসা, রাজপথে বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিয়েছি বার বার, যাকে খুব কাছ থেকে দেখে আসছি, যে মানুষটা একদিকে যেমন কর্মীবান্ধব, তেমনি ধার্মিক, ভালো হয়ে চলার জন্য যে মানুষটিকে উপদেশ দিতে দেখেছি, যার অবদানে আজকের সিলেট জেলা যুবদল সংগঠিত, তাকে নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। মকসুদ ভাই নিজের যোগ্যতা বলে সিলেট জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছিলেন, তখন থেকেই তিনি বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের রাজনীতি শেষ করার সাথে সাথেই তাঁকে উপহার স্বরূপ কেন্দ্রীয় যুবদল সিলেট জেলা যুবদলের সদস্য সচিব নির্বাচিত করেন। তখনও ষড়যন্ত্রকারীরা থেমে নাই।
ষড়যন্ত্রকারীরা তাদের প্রোপাগান্ডা চালিযইে় যাচ্ছিল, মকসুদ ভাই যুবদলের সদস্য সচিব থাকাকালীন সময় সফলভাবে দক্ষিণ সুরমা দশটি ইউনিয়ন সহ পুরো সিলেট জেলায় কমিটি করে দিয়েছেন। তারপরে সফলভাবে একটি সম্মেলনের মাধ্যমে তিনি ভোটারদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার একদিন পর কোনো মামলার ওয়ারেন্ট না থাকা সত্ত্বে তাঁকে গ্রেফতার করা হয়। গুম করার চেষ্টা করা হয়। গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ঘরের দরজা ভেঙ্গে মকসুদ ভাইকে নিয়ে যায়।
দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি পাওয়ার পরেই তিনি আবারো ফিরলেন আপন মহিমায় সেই চিরচেনা রাজপথে। তারপর মহান সৃষ্টিকর্তার দয়ায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাংসদ এর সিলেট বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিল। ত্যাগি ও কর্মীবান্ধব মকসুদ ভাইয়ের এই অর্জণকে বিষর্জন দেওয়ার হীন অপচেষ্টা চালান ষড়যন্ত্রকারীরা। সিলেটি ভাষায় একটি কথা আছে, ‘‘মানির মান আল্লাহ রাখেন’’ ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুন। মকসুদ ভাইয়ের পথচলা থামাতে পারবেন না। কারণ, তিনি ত্যাগি, ভালোবাসতে জানেন, ভালোবাসা বিলিয়ে দিতে জানেন।
লেখক
মাহবুব আহমদ শাওন
যুগ্ম আহ্বায়ক- ২৬ নং ওয়ার্ড ছাত্রদল
সিলেট মহানগর।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D