হঠাৎ অসুস্থ আল্লামা শফীকে হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মে ১৮, ২০১৭

হঠাৎ অসুস্থ আল্লামা শফীকে হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম : হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি ফয়জুল্লাহ সাংবাদিকদের এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন আল্লামা শফীর শারীরিক অবস্থা বেশ দুর্বল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, ৯৬ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগেও তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমন কী তার উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়েছিল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট