সর্ব ইউরোপ যুবদলের আয়োজনে প্যারিসে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

আবু তাহির, ফ্রান্স ।। বিপুল সংখ্যক জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের উপস্থিতিতে সর্ব ইউরোপ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ব্যাপক আয়োজনে  বিজয় দিবস উদযাপন হয়েছে। গত রবিবার প্যারিসের মেট্রো হুশ হলে বিজয় দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন বিজয় দিবসের এ দিনেও  সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। বর্তমানে আমাদের দেশে গণতন্ত্র নাই বলেই  বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুন বাড়ছে। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গণতন্ত্রের পথ পরিহার করে ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচারের রথে চড়ে অনিশ্চিত পথে যাত্রা শুরু করেছে। তাদের ফ্যাসিবাদী রথের চাকায় প্রতিনিয়ত পিষ্ঠ হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, সাধারণ মানুষ অধিকার হারা হচ্ছে।

সর্ব ইউরোপ যুবদলের আহবায়ক মিল্টন সরকারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আবু বকর এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি,র সহসভাপতি মিজান আলী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপি ফ্রান্স,র সভাপতি ইকবাল হোসেন আলী, ফ্রান্স বিএনপি,র যুগ্ম সম্পাদক কাইয়ুম সরকার, তৃণমূল বিএনপি,র সাধারণ সম্পাদক আবুল কাশেম, নাগরিক মুক্তি পরিষদের সভাপতি শামীমা আক্তার রুবি, কবি আতিকুল ইসলাম, ফ্রান্স বিএনপি,র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী, সর্ব ইউরোপ যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম খান, রুবেল আহমদ, হাসান হাওলাদার,. এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ রুবেল, রিমন আহমদ, পারভেজ খন্দকার।

এসময় বক্তারা বলেন  জনগণের ভ্যানগার্ড হিসেবে পরিচিত দেশের প্রধান বিরোধী দল বিএনপি’র  নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের ওপর চালানো হচ্ছে নির্যাতনের স্টিমরোলার।এরফলে দেশে যে শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে শুধু দেশ ও জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ক্ষমতার দ্বন্দ্বে সরকারি দল বিএনপিতে চালাচ্ছে ধ্বংসের মহড়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট