জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা খসরু

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা খসরু

১১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, ছিলাউরা হলদীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট অনুরাগী ও সংগঠক রফিকুল ইসলাম খসরু।

গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তিনি সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আদালত থেকে জামিন লাভ করার পর তিনি কারামুক্ত হন বলে দলের নেতারা জানান।

গত ১ জানুয়ারি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় বিএনপির চলমান একদফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অবরোধ চলাকালে বিএনপির এই নেতাকে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর বাজার থেকে আটক করে।

আটকের পর পুলিশের দায়ের করা নাশকতা সৃষ্টির অভিযোগ আনা একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

জামিনের পর রফিকুল ইসলাম খসরু বলেন, ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এখনও শত শত নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান ফ্যাসিবাদী সরকার তাদের অন্যায়ভাবে আটক রেখেছে। সরকার যতই গ্রেফতার নির্যাতন করুক না কেন, আমরা মাঠ ছেড়ে যাবো না।’ জনগণকে সঙ্গে নিয়ে চলমান আন্দোলনে সক্রিয় থাকবেন বলে তিনি জানান। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট