সিলেটে কুয়াশার সাথে বেড়েছে শীতের প্রকোপ

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪

সিলেটে কুয়াশার সাথে বেড়েছে শীতের প্রকোপ

গত দুইদিন থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সিলেট। কুয়াশার সাথে বেড়েছে শীতের প্রকোপ। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কমেছে, হালকা বাতাসের সাথে আগামী দুইদিন শীত আরেকটু বাড়তে পারে। বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে অনেকটাই স্থবির হয়ে পড়ে জনজীবন। রাস্তাঘাটে কমে যায় ডান চলাচল। দুপুর পর্যন্ত দেখা যায়নি সূর্যের মুখ। দুপুরের পর থেকে হিমেল হাওয়ায় হাড়ে কাঁপুনি ধারায় অনেকের। বেলা যত পড়তে থাকে বাড়তে থাকে শীতের তীব্রতা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র এটি অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সিলেটসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট