১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সম্প্রতি স্থগিত হওয়া ৭৮২টি দুর্নীতির মামলা স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে দ্রুত নিষ্পত্তি, ঋণ খেলাপীদের ঋণ সিডিউল প্রক্রিয়া রহিত করে দুর্নীতি, ঋণখেলাপী ও খুনের দায়ে অভিযুক্তদের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা, সংসদীয় আসনে তৃণমূল কর্মীদের কাউন্সিলের মাধ্যমে মনোনীত ব্যক্তিদের এমপি নির্বাচনে মনোনয়ন প্রদান করতঃ ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৮ নভেম্বর শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিরাট গণঅনশন কর্মসূচি পালিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় নাসির উদ্দিন এডভোকেট বলেন, ভোটের আগে নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। মানুষ শান্তিতে না থাকলে সব কাজেই বিশৃঙ্খলা দেখা দিবে। গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পারলে দিনের ভোট রাতে হলে এর প্রমাণ থাকবে। মোট কথা ১ম শ্রেণির সরকারি কর্মকর্তাদের বিষয় সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করতে পারলেই বিরাজমান বিশৃঙ্খলা কমে আসবে ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন ট্যুরিস্ট ভিসায় কানাডাগামী সিলেটের ৪২ জন যাত্রীকে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অফলোড করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঘটনা ৪২ জন যাত্রীর সর্বশান্ত করা সহ সিলেটবাসীকে খুবই মর্মাহত করেছে। এটা এক ধরনের অবিচার। অবিলম্বে সিলেটের ৪২ জন যাত্রীকে অফলোডকারী ইমিগ্রেশনের কর্মকর্তাদের চাকুরীচ্যুত, দ্রুত গ্রেফতার ও তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ৪২ যাত্রীকে নিরাপদে কানাডা পাঠানোর জোর জানান।
গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, দুনিয়া-আখেরাত পার্টির চেয়ারম্যান ডাঃ মখলিছুর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বস্তান, হবিগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় নেতা তারেক আহমদ বিলাস, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মুতাওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, আফছারুজ্জামান আফছর, সাংবাদিক শহিদ আহমদ খান, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিখন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, রতন তালুকদার, আব্দুস সালাম, আব্দুল খাদের, জমশেদ আলী, হকার্স নেতা পিয়ার হোসেন প্রমুখ।
গণঅনশন কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুর রহমান। বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D