বর্ণিল শোভাযাত্রায় সিলেটে বিজয়ের মাস বরণ

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

বর্ণিল শোভাযাত্রায় সিলেটে বিজয়ের মাস বরণ

সিলেটে বর্ণিল শোভাযাত্রায় বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বরকে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে শোভাযাত্রা বের করে।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদীমূলে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মজিবর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট