খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

অনিয়মের তথ্য-প্রমাণ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহষ্পতিবার দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পূর্ব প্রস্তুতি নিয়ে যৌথ সভায় তিনি এ আহ্বান জানান।

ওবাইদুল কাদের এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা সংবিধান বিতর্কিত করেছে, তাদের মুখে সংবিধান নিয়ে কথা মানায় না।

জেলা পরিষদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনের আইন বিএনপি সরকার আমলেই করা হয়েছে। এটা কোনভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়।