মির্জা ফখরুল’সহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ মার্চ

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

রাজধানীর কলাবাগান থানার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট