গোলাপগঞ্জ উপজেলা উপ-নির্বাচনে এলিম বিজয়ী

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২২

গোলাপগঞ্জ উপজেলা উপ-নির্বাচনে এলিম বিজয়ী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বিজয়ী হয়েছেন।

এলিম নৌকা প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯২০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ভিপি সফিক উদ্দিন ১৬ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।

বুধবার রাতে বেসরকারি এই ফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া।

বুধবার সকাল ৯টায় শুরু হয়ে বিরতি ছাড়াই চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪ স্তরের নিরাপত্তা বলয় জোরদার করেছিল। নির্বাচনে মোট ১০২টি কেন্দ্রে পুলিশ প্রশাসনের ১০২টি দল দায়িত্ব পালন করেন। প্রতিটি দলে কমপক্ষে পাঁচজন সদস্য ছিলেন। প্রতিটি কেন্দ্রে অন্তত ১০ থেকে ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পুলিশ আনসারের সাথে র‌্যাব বিজিবিসহ অন্যান্য সংস্থার সদস্যরাও মাঠে সক্রিয় ছিলেন।

এছাড়াও পুরো নির্বাচনী প্রক্রিয়ায় মোট ৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেম ৫ জন। আর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন ৩ জন।

এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪০ হাজার ১০০ জন। এর মধ্যে ১ লাখ ২২ হাজার জন নারী এবং ১ লাখ ১৮ হাজার ৩ জন পুরুষ।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) এই শূন্য আসনে তফসিল ঘোষণা করে।

মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম প্রয়াত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট