বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২২

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Manual5 Ad Code

সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন আগামী বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ট করতে সবধনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পৌরসভার ১০টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস।

তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার স্থরের নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া পৌরসভায় রোববার থেকে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট, মোতায়েন করা হবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিয়ানীবাজার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভায় ৯টি ওয়ার্ডে সর্বমোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি। ভোট কক্ষ ৮০টি। এই পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৭৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮৭০ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৯২০জন। ১৫ জুন বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

Manual3 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, প্রতিটি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের চাহিদা ও নির্দেশনা অনুযায়ী ফোর্স মোতায়েন করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন ও ভোট দিতে পারেন- এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন।

Manual5 Ad Code

ওসি আরো বলেন, অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের একাধিক টিম মাঠে থাকবেন। তারা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, ইউএনও এবং প্রার্থীসহ সবার সাথে সমন্বয় করে নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করবেন। আশা করছি শান্তি পূর্ণভাবে সম্পন্ন হবে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন।

বিয়ানীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা হবে। প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

Manual5 Ad Code


 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code