বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

Manual7 Ad Code

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual7 Ad Code

বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ শ্রদ্ধা জানান তিনি।

Manual1 Ad Code

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে নিজের পিতা ও স্বাধীন বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদ সদস্য ও দলটির শীর্ষ নেতাদের নিয়েও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

Manual3 Ad Code

এর আগে সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৭টার কিছু আগে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী।

Manual5 Ad Code

প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।

এসময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সতীশ চন্দ্র রায়, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code