জঙ্গিবিরোধী সচেতনতায় আমরা সফল : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতায় আমরা সফল হয়েছি।

এ ছাড়াও জঙ্গিবাদ মোকাবেলায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসের শেখ হাসিনা অডিটরিয়ামে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৬’র সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সভ্যতাবিনাশী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নির্মূলে আগে এর কারণ ও উৎস খুঁজে বের করতে হবে। পরে প্রতিকারের উপায় নিরূপন করতে হবে।

কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বাংলার মাটিতে হতে দেবো না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট