খালেদা জিয়ার সংগ্রামের সিপাহসালার সাখাওয়াত : ফখরুল

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রকামী ও গণতান্ত্রিক অধিকার বঞ্চিত মানুষের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার যে সংগ্রাম, তার সিপাহসালার সাখাওয়াত হোসেন খান’।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সারা দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম’।

মঙ্গলবার নারয়নগঞ্জ নগরীতে গণসংযোগ কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ নির্বাচন কেবল একজন মেয়র নির্বাচিত করার নির্বাচন নয়। এ নির্বাচন গণতন্ত্রকে যেভাবে লুট করা হয়েছে, তা ফিরিয়ে আনার নির্বাচন’।

সাখাওয়াতকে ‘সাহসী মানুষ’ হিসেবে অভিহিত করে ফখরুল বলেন, ‘তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। ন্যায় ও সত্য-সুন্দরের পক্ষে যুদ্ধ করেছেন। আজ তিনি সারা দেশে সাহসের প্রতীক, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক’।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট