করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৩২

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২

করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৩২

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরো ৭৩২ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৩ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনে পৌঁছেছে।

বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩.২২ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৪ হাজার ৮২৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট