শাবিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

শাবিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেন ঢাবির ২ শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে ক্যাম্পাসে এসে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী।

রোববার দুপুরে এসে তারা এই সংহতি জানান।

ঢাবির এ দুই শিক্ষার্থী হলেন— ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান।

তাদের একজন সংহতি প্রকাশের সময় ‘বর্বর ভিসির অপসারণ চাই। সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয়’ ও অপর শিক্ষার্থী ‘বর্বর ভিসির অপসারণ চাই, শিক্ষার্থী বিরোধী মামলা প্রত্যাহার করো। সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের পাশে অবস্থান নেন।

সংহতি প্রকাশের সময় নাঈম হাসান বলেন, ‘শিক্ষার্থীদের ওপর ক্যাম্পাসের ভেতরে পুলিশ দিয়ে যে হামলা চালানো হয়েছে তা খুবই জঘন্য। এর পর থেকেই শাবির শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন। এ দাবিতে আমরণ অনশনও করছেন তারা। আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে পূর্ণ সহমত। এ অযোগ্য উপাচার্যের পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা।

দুই শিক্ষার্থী আরও জানান, আজকের মধ্যে দাবি না মানলে কাল আমরা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন করবো।

এদিকে, গণ অনশন ঘোষণার পরে শনিবার রাত থেকে নতুন করে আরও ৩ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট