ভাদেশ্বরের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ রেজাউল করিম আলো’র নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

ভাদেশ্বরের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ রেজাউল করিম আলো’র নির্বাচনী ইশতেহার ঘোষণা


সাহেদ আহমদ : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কা নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ রেজাউল করিম আলো’র নির্বাচনী ইশতেহার ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ভাদেশ্বর কমিউনিটি সেন্টার নালিউরীতে ঘোষণা করেছেন।

নির্বাচনী ইশতেহারে সৈয়দ রেজাউল করিম আলো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের ফি কমানো, ইউনিয়নের বিভিন্ন স্থানে সেতু নির্মাণ ও ঝরাজির্ণ রাস্তাগুলো দ্রুত সংস্কার, নদীঘাট গুলোতে সিঁড়ি নির্মাণ, যাত্রী ছাউনী, সকল বাজারে পানি নিষ্কাশনে ড্রেন ও শৌচাগার নির্মাণ, ঝরে পড়া শিক্ষার্থীদের লেখপড়ায় সহযোগিতা ও খেলার মাঠ তৈরী, মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বিধবা, বয়স্ক, মাতৃত্ব, প্রতিবন্ধী ও কৃষি ভাতা সহ অন্যান্য ভাতা সুষ্ঠু বন্টন নিশ্চিত করা হবে। এছাড়াও কৃষি ভিত্তিক উন্নয়ন নিশ্চিতের জন্য দামড়ী হাওরে যাতায়াতের রাস্তা তৈরী ও প্রয়োজনীয় স্থানে সেচ ব্যবস্থা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ভাদেশ্বর ইউনিয়নকে আধুনিক উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোটর সাইকেল মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ রেজাউল করিম আলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। পরে উপস্থিত ভোটাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুর রকিব, আলী আহমদ চৌধুরী, আব্দুল মতিন মাষ্টার, এস.এ রিপন, কবি শামসুল ইসলাম, তাজ উদ্দিন, সৈয়দ মাহমুদুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট মিছবাহ উদ্দিন, এডভোকেট ফয়সল আহমদ, হারুনুর রশীদ, কাজী ফুয়াদ, এমদাদুল হক জগলু, সৈয়দ রাহয়ান আহমদ, রুহেল আহমদ চৌধুরী, শ্রীকান্ত, মঈন উদ্দীন, এহিয়া ছাদেক চৌধুরী প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট