হাজিরা দিতে আজ আদালতে যাবেন খালেদা জিয়া

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানিতে আজ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর মধ্যে চ্যারিটেবল মামলায় বেগম খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপ সমর্থনের দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার। আর অরফানেজ মামলায় তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর রশিদকে আসামিপরে জেরার কথা রয়েছে। গতকাল বুধবার এ তথ্য জানান বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। গত ২৪ নভেম্বর অনুপস্থিত বেগম খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনক্রমে চ্যারিটেবল মামলায় আত্মপ সমর্থনের দিন পিছিয়ে ০১ ডিসেম্বর পুনর্র্নিধারণ এবং তাঁকে অবশ্যই হাজির থাকার নির্দেশ দেন আদালত। অন্যথায় বিধি অনুসারে তার জামিন বাতিল করা হবে বলেও জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট