এবার সিলেট নগরীর বাগবাড়িতে তরুণী ধর্ষণ, সড়ক অবরোধ

প্রকাশিত: ৪:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

এবার সিলেট নগরীর বাগবাড়িতে তরুণী ধর্ষণ, সড়ক অবরোধ

সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে বুধবার মধ্যরাতে বাগবাড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
সূত্রে জানা গেছে, বাগবাড়ি নুরীয়া মসজিদের পাশের বাসায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন। রাত ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলেও উপস্থিত রয়েছে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বাগবাড়ি এলাকার কিছু বাসিন্দা সড়কে বিক্ষোভ করছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ধর্ষণের কোনো অভিযোগ এখনও পাইনি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট