প্রবাসী যাত্রীদের ইমিগ্রেশন অবশ্যই সিলেটে করতে হবে : মেয়র আরিফ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

প্রবাসী যাত্রীদের ইমিগ্রেশন অবশ্যই সিলেটে করতে হবে : মেয়র আরিফ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লন্ডন থেকে আসা যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করে সেখানেই ব্যাগেজ ক্লেইম(সংগ্রহ) করার সিদ্ধান্তে ক্ষুব্ধ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বিমানের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। লন্ডন প্রবাসী যাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় এবং লাগেজ সিলেটে না আসার বিষয়টি দুঃখজনক। তিনি বলেন, প্রবাসী যাত্রীদের ইমিগ্রেশন অবশ্যই সিলেটে করতে হবে। এর ব্যত্যয় হলে সিলেটের লোকজন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। সিলেট অঞ্চলের বাসিন্দা বিমান প্রতিমন্ত্রীকে বিষয়টি সুবিবেচনার পরামর্শ দেন মেয়র আরিফ। পাশাপাশি সিলেটের অন্য মন্ত্রী-এমপিদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট