সিলেট নগরীর তালতলা এলাকায় বন্যার পানি !

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

সিলেট নগরীর তালতলা এলাকায় বন্যার পানি !

সিলেটে বৃষ্টিপাত কিছুটা কম হলেও কানাইঘাট ও সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুর ১২টায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার এবং কানাইঘাটে সুরমা বিপদসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, একই সময়ে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপদসীমার ৪২ সেন্টিমিটার এবং জৈন্তাপুরে সারি নদী বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শেওলা ও আমলসিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সিলেট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, সিলেটে সুরমার পানি নদীর দুকুল উপচে নগরীর বিভিন্ন নিচু এলাকায় প্রবেশ করেছে। নগরীর মেন্দিবাগ, উপশহর ও তালতলাসহ অনেক এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট