গোপনে বিয়ে করেছেন অপি-নির্ঝর

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৬

Manual1 Ad Code

আবারো বিয়ে করলেন অভিনেত্রী অপি করিম। চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি এনামুল করিম নির্ঝরের সঙ্গে পারিবারিকভাবে গত ৭ জুলাই বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্ঝরের বোন ও কাছের আত্মীয়রা।

Manual8 Ad Code

জানা গেছে, গত ৭ জুলাই ঈদের দিন দুপুরে তাৎক্ষণিকভাবে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং সেদিনই রাতে এশার নামাজের পর ধানমণ্ডিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ বিষয়ে জানতে চেয়ে দুজনকে ফোন করলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Manual3 Ad Code

একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুজনেই থাইল্যান্ডে গিয়েছেন। বর্তমানে ব্যাংককে রয়েছেন অপি ও নির্ঝর।
উল্লেখ্য, এনামুল করিম নির্ঝরের এটি তৃতীয় বিয়ে। এর আগে প্রথমে একজন স্থপতি এবং পরবর্তীতে মডেল ও অভিনেত্রী তানজিকার সঙ্গে তার বিয়ে হয়েছিল।

অন্যদিকে, অভিনেত্রী অপিরও এটি তৃতীয় বিয়ে। ২০০৭ সালে জাপানপ্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এরপর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গেও সংসার করেন তিনি।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code