২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯
২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার : সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকিরুল আলম জাকির’কে গ্রেফতার করেছে র্যাব-৯। জাকির দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের মাঝপাড়ার মৃত সাজ্জাদ মিয়ার ছেলে।
বুধবার বিকাল ৩টার দিকে নগরীর উপশহরের গার্ডেন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযান পরিচালনা করেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল।
বুধবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া ম্যানেজার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, আজ রাতে র্যাব-৯ মোগলাবাজার থানায় আসামীকে হস্তান্তর করেছে।গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে ২টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও জানান ওসি।
বর্তমানে গ্রেফতারকৃত আসামী মোগলাবাজার থানায় রয়েছেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D