আল্লামা শিহাব উদ্দিন চতুলী আর নেই, জানাযা বিকেল ৩টায়

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুন ১, ২০১৯

আল্লামা শিহাব উদ্দিন চতুলী আর নেই, জানাযা বিকেল ৩টায়

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন চতুলী আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টায় সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর নয়া ফৌদ গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

আজ শনিবার বিকাল ৩টায় কানাইঘাট উপজেলার চতুল ঈদগাহ বাজার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে হাফিজ আমিন উদ্দিন। জানাযা শেষে পর্বতপুর নয়া ফৌদ গ্রামে তার দাফন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট