সার্চ কমিটির নামে সরকার তামাশার কমিশন গঠন করছে : দুদু

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

সার্চ কমিটি গঠনের নামে সরকার তামাশার নির্বাচন কমিশন গঠন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারমান শামসুজ্জামান দুদু।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে যথাস্থানে পুনর্বহাল চাই’ শীর্ষক মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় সংসদ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা না করে সার্চ কমিটি গঠন করে কোনো লাভ হবে না। এই কমিটি গঠনের নামে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।অবিলম্বে এটি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র নির্বাচন এবং পারস্পারিক শ্রদ্ধাবোধ ছাড়া কোনো পথ নেই। জাতীয় নেতৃবৃন্দকে শ্রদ্ধা করার মধ্য দিয়েই আমরা কেবলমাত্র দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে পারি।’

দুই নেত্রীর (হাসিনা,খালেদা) মিলিত প্রচেষ্টা ছাড়া দেশের চলমান সংকট কখনো নিরসন হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশারফ হোসেন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট