রাজনীতিকে জঙ্গির দূষণ থেকে মুক্ত রাখতে হবে : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমাজ ও রাজনীতিকে জঙ্গির দূষণ হতে মুক্ত রাখতে হবে। সুস্থ, নিরাপদ ও আনন্দময় জীবনের জন্য এ দূষণমুক্তির বিকল্প নেই।

মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘হালদার হাসি’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নদী ও পরিবেশকে বর্জ্যরে দূষণমুক্ত এবং সমাজ ও রাজনীতিকে জঙ্গির দূষণমুক্ত রাখতে হবে। বর্জ্য যেমন নদী ও পরিবেশকে দূষিত করে তেমনি জঙ্গিবাদ দূষিত করে রাজনীতি ও সমাজকে।

চলচ্চিত্রটির প্রযোজক এইচ এম ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত মহরত অনুষ্ঠানে হালদা নদীর মৎস্য সম্পদ ও নদীকেন্দ্রিক মৎস্যজীবীদের জীবনকে উপজীব্য করে নির্মিত হালদার হাসি চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় কাড়তে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন অভ্যাগত অতিথিবৃন্দ।

পরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মিলনায়তনে চলচ্চিত্রকার জাকির হোসেন রাজুর তত্ত্বাবধানে নির্মিতব্য ‘ভাল থেকো’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সাহসের সঙ্গে জীবন ও উন্নয়নের চাকাকে চলমান রেখে দেশের মানুষ জঙ্গিদের সমুচিত জবাব দেবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট