সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে ফখরুলের তীব্র নিন্দা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৬

Manual1 Ad Code

সারাদেশে নেতা কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত নেতারা হলেন- ফেনীতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, লক্ষ্মীপুরের যুবদল নেতা আকতার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি নুর নবী চৌধুরী এবং ছাত্রদলের কর্মী আবদুল হালিম, মো. আরিফ, মনছুর আলম, সারাফাত হোসেন ও রেদোয়ান হোসেনক।

Manual1 Ad Code

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপি নেতা কর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

Manual2 Ad Code

তিনি এ ধরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের ঘায়েল করতে বর্তমান সরকারের ধারাবাহিক জুলুম নির্যাতন ছাড়া আর কিছুই নয়।

Manual4 Ad Code

বিএনপি মহাসচিব অবিলম্বে নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code